আমরা সবাই কমবেশি শৌনেন(Shounen), সেইনেন (Seinen), শৌযো ( Shoujo) এবং যোসেই(Josei) এই টার্মগুলোর সাথে পরিচিত। কিন্তু এই টার্মগুলো দিয়ে ঠিক কি বুঝায় তা আমরা অনেকেই হয়তো ঠিকমতো জানি না। অনেকের ধারণা শৌনেন, শৌযো এগুলো অ্যানিমের ধরণ বা Genre. প্রকৃতপক্ষে এগুলো টার্গেট দর্শকের ট্যাগ অর্থাৎ কোন অ্যানিমে কোন বয়সের বা কোন লিঙ্গের দর্শক দেখবে তা নির্ধারণ করা।
শৌনেন এর অনুবাদ করলে দাঁড়ায় ছোট বাচ্চা। মূলত এই ক্যাটাগরির অ্যানিমের টার্গেট দর্শক ছোট বাচ্চা আর টিনএজাররা। এখন এই অ্যানিমেগুলোর ধরণ বিভিন্ন হতে পারে যেমন, অ্যাকশন, অ্যাডভেঞ্চার, সাই-ফাই, সুপার ন্যাচারাল ইত্যাদি। এখন শৌনেন অ্যানিমের টার্গেট বাচ্চারা মানে এই না যে অন্য বয়সের মানুষ এটা উপভোগ করতে পারবে না। সহজ করে বললে, ধরি, বাজারে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম ছাড়া হলো যার টার্গেট কনজুমার বাচ্চারা। আবার দেখা গেল এই আইসক্রিম অন্য বয়সের মানুষেরাও খাচ্ছে এবং পছন্দ করছে। অ্যানিমের ব্যাপারটাও এইরকম।
অনেকেই বলে থাকে অ্যানিমে বাচ্চাদের জন্য না। এর কারণ হিসেবে বলে যে অ্যানিমেতে অনেক ভায়োলেন্স আর গোর আছে। -মূলতঃ কিশোররাই এই দাবি বেশি করে থাকে। বয়ঃসন্ধিকালে কিশোররা চায় নিজেদেরকে বড় হিসেবে দেখতে। আর ঠিক এই জিনিসটাই অনেক শৌনেন অ্যানিমে টার্গেট করে।-
এসব অ্যানিমেতে ভায়োলেন্স আর গোর দেখে কিশোরদের ধারণা হয় অ্যানিমে বড়দের জন্য! আর ওয়েস্টার্ন কার্টুনগুলোকে তারা বাচ্চাদের জন্য বলে। মজার ব্যাপার হলো, তাদের দেখা বেশিরভাগ কার্টুনই ঐরকম চাইল্ড অডিয়েন্স বেসড অথবা কার্টুনের কনসেপ্ট বুঝতে পারেনা। এর বাইরে যে অ্যাডাল্ট টার্গেট অডিয়েন্স বেসড যে কার্টুন আছে সেটা সম্পর্কে কোন ধারণাই নেই। যার কারণে এরা সব ওয়েস্টার্ন কার্টুনকেই বাচ্চাদের জন্য বলে এবং জাপানিজ অ্যানিমেকে বড়দের জন্য বলে। (পার্স্পেক্টিভে সমস্যাটা)
একইভাবে সেইনেন অ্যানিমের টার্গেট অডিয়েন্স যুবকরা হলেও অন্য বয়সের মানুষেরা দেখবে না এমন নয়। সেইনেন এর স্টোরি তুলনামূলক ম্যাচিউরড হয়ে থাকে। যার কারণে এর টার্গেট অডিয়েন্স যুবকেরা হয়ে থাকে।
শৌযো আর যোসেই অ্যানিমের টার্গেট অডিয়েন্স যথাক্রমে কিশোরী আর যুবতীরা হলেও বর্তমানে অনেক ছেলেই এগুলোর ভক্ত। আসলে শৌনেন বা সেইনেন দিয়ে টার্গেট অডিয়েন্স সেট করা হলেও ঐ অ্যানিমের প্রকৃত অডিয়েন্স যে কেউ হতে পারে।
আশা করি আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি। এখন অ্যানিমে দেখতে বসেন আর কোনটা কার জন্য তা নিয়ে ঝগড়া না করে মনের সুখে অ্যানিমে দেখেন।
প্রতিবেদনটি লিখেছেন: Md Nahid Ull Islam
কমিক্স ঘরের একটি নিজস্ব প্রতিবেদন।